আজিমপুরে ডে-কেয়ার সেন্টারে শিশুর মৃত্যু

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর আজিমপুরে একটি ডে–কেয়ার সেন্টারে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম আলিফা। সে লালবাগের বাসিন্দা হাকিবুল হাসান তালুকদার আল আমিন ও ইসরাত আরা দম্পতির মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আল আমিন ও ইসরাত আরা প্রতিদিনের মতো তাদের দুই শিশু সন্তানকে আজিমপুরের একটি ডে-কেয়ার সেন্টারে রেখে কর্মস্থলে যান আজ। দুপুরে ডে–কেয়ার সেন্টার থেকে ফোন করে তাদের জানানো হয়, ছোট সন্তান আলিফা অসুস্থ।

তারা সেখানে গিয়ে জানতে পারেন, আলিফাকে আজিমপুর ম্যাটার্নিটিতে (আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান) নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তারা জানতে পারেন, কর্তব্যরত চিকিৎসক আলিফাকে মৃত ঘোষণা করেছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরাও তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ডে–কেয়ার সেন্টার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ডে–কেয়ার সেন্টারের কর্মচারীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, শিশুটি বালতির পানিতে পড়ে মারা গেছে। শিশুটিকে উদ্ধার করার সময় তার মাথা নিচে এবং পা ওপরের দিকে ছিল।

ওসি বলেন, তার মৃত্যুতে ডে–কেয়ার সেন্টার পরিচালনাকারীদের গাফিলতি আছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Comments