গণতান্ত্রিক শাসনের সম্মানে বাংলাদেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচনের আশা জাতিসংঘের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের ব্রিফিং দিচ্ছেন ডেনিস ফ্রান্সিস। ফাইল ছবি: জাতিসংঘের আনুষ্ঠানিক ওয়েবসাইট/ম্যানুয়েল এলিয়াস
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের ব্রিফিং দিচ্ছেন ডেনিস ফ্রান্সিস। ফাইল ছবি: জাতিসংঘের আনুষ্ঠানিক ওয়েবসাইট/ম্যানুয়েল এলিয়াস

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস জানিয়েছেন, তিনি আশা করেন বাংলাদেশ তাদের দীর্ঘদিনের ইতিহাস মেনে গণতান্ত্রিক সুশাসনের প্রতি সম্মান জানাবে।

'আমরা আশা করবো বাংলাদেশ তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক সুশাসনের বলিষ্ঠ ইতিহাসের প্রতি সম্মান জানাবে এবং আসন্ন নির্বাচনটি মুক্ত ও নিরপেক্ষ হবে। সে অনুযায়ী একে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে স্বীকৃতিও দেওয়া যাবে', বলেন তিনি।

নিউইয়র্কে আয়োজিত ব্রিফিংয়ে এক বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশকে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহায়তায় করার জন্য জাতিসংঘ কী উদ্যোগ নিচ্ছে। এর জবাবে তিনি এই মন্তব্য করেন। 

ডেনিস আরও জানান, বাংলাদেশের জনগণের স্বার্থকে মাথায় রেখে এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

'নিশ্চিতভাবেই এতে দেশটি আরও সম্ভাবনাময় হয়ে ওঠবে এবং এতে তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও একে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে', যোগ করেন তিনি।

তিনি বলেন, 'গণতন্ত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি, যার ওপর নির্ভর করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব।'

ডেনিস ফ্রান্সিস বলেন, বাংলাদেশকে এজেন্ডা ২০৩০ অনুযায়ী টেকসই উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।

তিনি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করেন।

 

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

32m ago