হরতাল: ঢাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুড়ে গেল অটোরিকশা

ককটেল বিস্ফোরণে অটোরিকশাটি পুড়ে গেছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ রোববার রাজধানীতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, দুর্বৃত্তরা অটোরিকশাটি লক্ষ্য করে এক বা একাধিক ককটেল নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার জানান, অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ ভোর ৬টা থেকে বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল কর্মসূচি শুরু হয়েছে।

গত ২৮ অক্টোবরের পর থেকে এ নিয়ে দ্বিতীয় দফায় হরতাল ডাকল বিএনপি। গত ২০ দিনে পাঁচ দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

13h ago