১৪-১৫ অক্টোবর বন্ধ থাকবে মেট্রোরেল
দেশের প্রথম মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের সঙ্গে উত্তরা থেকে আগারগাঁও অংশের সমন্বয়ের জন্য দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেলে যাত্রী পরিবহন।
আজ মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।
তিনি বলেন, 'সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য ১৪ ও ১৫ অক্টোবর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে।'
তিনি আরও বলেন, '১৬ অক্টোবর থেকে যথারীতি সেবা দেবে মেট্রোরেল।'
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী গতকাল দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হবে ২৯ অক্টোবর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন।
এরই অংশ হিসেবে বর্তমানে চলাচলরত উত্তরা আগারগাঁও অংশের সঙ্গে সমন্বয়ের জন্য ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ রাখা হবে।
Comments