মেটেনি দ্বন্দ্ব, রাজবাড়ী-ঢাকা রুটে আজও বাস চলাচল বন্ধ

ফরিদপুর বাস
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহন বাস কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী পরিবহণ মালিক গ্রুপের ডাকা ধর্মঘটে আজ দ্বিতীয় দিনের মতো রাজবাড়ী-ফরিদপুর বাস চলাচল বন্ধ আছে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহন বাস কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী পরিবহণ মালিক গ্রুপের ডাকা ধর্মঘট আজ দ্বিতীয় দিনের মতো চলছে।

গতকাল সোমবার ভোর থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল করা সব বাস বন্ধ রয়েছে।

রাজবাড়ী বাস মালিক গ্রুপ সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাট হয়ে রাজবাড়ী-ঢাকা রুটে রাজবাড়ী মালিক গ্রুপের বাস চলাচল করে। কিন্তু গোল্ডেন লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহণ মালিকদের সঙ্গে আলোচনা না করে তারা নিজেদের মতন করে রাজবাড়ী থেকে ট্রিপ পরিচালনা করছে। এতে প্রথমে তাদের বাধা দেওয়ায় তারা ঢাকার গাবতলীতে অবস্থিত রাজবাড়ী বাস মালিক গ্রুপের কাউন্টারগুলোতে ভাঙচুর চালায়। পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়।

আজ দুপর ১টার সময় কথা হয় রাজবাড়ী বাসমালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে। তিনি জানান, 'এখন পর্যন্ত আমরা বাস চলাচলের কোনো সিদ্ধান্ত নিইনি। তাই কবে নাগাদ বাস চলাচল শুরু হবে তা বলতে পারছি না।'

তিনি আরও জানান, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে গোল্ডেন লাইনের সঙ্গে কথা ছিল তারা রাজবাড়ীতে দুটি ট্রিপ চালাবে। কিন্তু তারা

গতকাল থেকে ৫টি ট্রিপ চালাচ্ছিল। এজন্য গত শুক্রবার আমরা তাদের একটি বাস রাজবাড়ী থেকে ঢাকায় ফিরিয়ে দিই। এর পরিপ্রেক্ষিতে তারা আবার আমাদেরকে ঢাকায় বাস নিয়ে যেতে নিষেধ করে। তাই আমরা বাস বন্ধ রেখেছি। এখন আমরা বাস মালিক গ্রুপ আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

 

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

8h ago