মালিক-শ্রমিক সমঝোতা, টিআরজেড পোশাক কারখানা খুলছে কাল

শ্রমিক বিক্ষোভের ঘটনায় কারখানা বন্ধ করে দিয়েছে টিআরজেড কর্তৃপক্ষ। ছবি: স্টার

বকেয়া পাওনা পরিশোধের আশ্বাসে গাজীপুরের টিআরজেড পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সমঝোতা হয়েছে।  

আগামীকাল রোববার কারখানাটি খুলে দেওয়া হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন টিআরজেডের এইচআর অ্যান্ড এডমিন তানভীর রহমান।

তিনি জানান, আজ শনিবার বিকেলে বিজিএমইএ'র ঢাকা অফিসে বিজিএমইএ প্রতিনিধি, টিআরজেডের মালিকপক্ষ, শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ ও কারখানার শ্রমিকদের এক সমঝোতা চুক্তিতে কারখানা খোলার সিদ্ধান্ত হয়।    

এর আগে, বকেয়া পাওনার দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর টিআরজেড পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরদিন এইচআর অ্যান্ড এডমিন তানভীর রহমান বাদী হয়ে শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গত ১৬ সেপ্টেম্বর বকেয়া বেতন, বোনাস, ইফতার, টিফিন ও রাতের খাবারের টাকার দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।

পরদিনও সকাল থেকে বিকাল পর্যন্ত কারখানার বাইরে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের পর সেদিন সন্ধ্যায় কিছু শ্রমিককে পে-স্লিপ অনুযায়ী শুধু আগস্ট মাসের বেতন পরিশোধ করা হয়।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবীর খোকন ডেইলি স্টারকে বলেন, 'মালিক-শ্রমিক সমঝোতা চুক্তিতে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর জুলাই মাসের এবং ২ অক্টোবর আগস্ট মাসের বকেয়া ওভারটাইম, টিফিন বিল, নাইট বিল পরিশোধ করা হবে। মাতৃত্বকালীন সুবিধার আবেদন নিয়মিত গ্রহণ করা হবে। এ ছাড়াও, বিভিন্ন সিদ্ধান্ত মালিক ও শ্রমিক ঐকমত্যে নেওয়ার কথাও সমঝোতা চুক্তিতে উল্লেখ রয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

1h ago