আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

‘২৫ হাজার টাকা মজুরি এখন সময়ের দাবি’

আশুলিয়ার শ্রমিকদের বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

পোশাক শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, ৬৫ শতাংশ বেসিক ও ১০ শতাংশ ইনক্রিমেন্টের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সংগঠনের আশুলিয়ার সাখার উদ্যোগে ফ্যান্টাসি কিংডমের শ্রমিকদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে একই এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সমাবেশ শেষ হয়।
 
সমাবেশে গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, 'চাল, ডাল, মাছ, মাংস, দুধ, ফলমূলের কথা বাদ দেই। শ্রমজীবীর সস্তা আমিষ একটি ডিমের দাম ১৪-১৫ টাকা বলে দেয় দেশের শ্রমজীবী মানুষের জীবনের বেহাল দশার কথা। ৪ সদস্যের পরিবার দিনে একটি করে ডিম খেতে চাইলেও মাসে দরকার ১ হাজার ৮০০ টাকা। যা তাদের সাধ্যের বাইরে।'

'গত ৫ বছরে দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ৮ হাজার টাকা মজুরিতে তাদের চলা এখন অসম্ভব। একদিকে কম পুষ্টি, অন্যদিকে কারখানায় অধিক পরিশ্রমে তারা বিভিন্ন রোগে-শোকে ভুগছে। এই কঠিন সময়ে মজুরি বোর্ড ৬ মাস মেয়াদের ৫ মাস পার করেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি, যা খুবই দুঃখজনক', বলেন তিনি।

তাসলিমা আখতার বলেন, 'শ্রমিকদের ২৫ হাজার টাকা মজুরি এখন সময়ের দাবি, এর কোনো বিকল্প নেই। সরকারি তথ্যানুযায়ী মালিকদের যে হারে রপ্তানি ও আয় বাড়ছে তাতে শ্রমিকদের ২৫ হাজার টাকা মজুরি দেওয়া তাদের সামর্থ্যের মধ্যেই পরে।'

সংগঠনের আশুলিয়া শাখার সভাপতি জিয়াদুল ইসলাম বলেন, 'শ্রমিকদের জন্য হাসপাতাল, জীবন বীমা, সন্তানদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, মাতৃত্বকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ বৃদ্ধিতে সরকারের সামাজিক সুরক্ষাখাত থেকে বরাদ্দ বাড়াতে হবে।

তিনি বলেন, 'সরকারি কর্মচারীর সর্বনিম্ন বেতন প্রায় ১৬ হাজার ৯৫০ টাকা, ব্যাংকের সর্বনিম্ন পদ বা পরিচ্ছন্নতাকর্মীর বেতন ২৪ হাজার টাকা, স-মিলের শ্রমিকের বেতন ১৭ হাজার ৯০০ টাকা, জাহাজ ভাঙা শ্রমিকের বেতন ১৬ হাজার টাকা। রপ্তানির শীর্ষ খাতের কারিগর হয়ে পোশাক শ্রমিকরা কেন ৮ হাজার টাকা পাবে?'
 
গণসংহতি আন্দোলনের সহ-সমন্বয়ক রোকনুজ্জামান বলেন, 'বাংলাদেশ ইউরোপ এবং আমেরিকার বাজারে কাপড় রপ্তানিতে চীন-ভিয়েতনামকেও ছাড়িয়েছে। মালিকদের গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি আয় বেড়েছে। মালিকদের আয় বৃদ্ধিকে তখনই সাধুবাদ দেওয়া যাবে যখন শ্রমিকের জীবনমান উন্নয়নে মজুরি ২৫ হাজারে উন্নীত হবে।' 

মজুরি বোর্ডের মেয়াদকাল ৯ অক্টোবরের মধ্যে নতুন মজুরি ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'শ্রমিকদের খেয়ে পরে বেঁচে থাকতে অন্তত ২৫ হাজার টাকা মজুরি নিশ্চিতে সকল শ্রমিক ও সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।'

এসময় বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিল্লাল শেখ, নুরুল ইসলাম, শামীম হোসেন, হযরত বিল্লাল, নাসিমা আক্তার ও সাবিনা ইয়াসমিন প্রমুখ।পোশাক শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, ৬৫ শতাংশ বেসিক ও ১০ শতাংশ ইনক্রিমেন্টের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

1h ago