হারুন এ তথ্য কোথায় পেয়েছে, সে-ই বলতে পারবে: ডিএমপি কমিশনার

আমি সানজিদার সঙ্গে কথা বলিনি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধানের বক্তব্য প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, তিনি এমন তথ্য কোথায় পেয়েছেন জানি না।

আজ মঙ্গলবার রাতে ডিএমপি সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এদিন দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, শনিবার সন্ধ্যায় বারডেম হাসপাতালে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকই প্রথমে এডিসি হারুন অর রশিদের ওপর হামলা করেছিলেন। এটাও তদন্ত হওয়া উচিত।  

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, হারুন এই তথ্য কোথায় পেয়েছেন, সেটা হারুন বলতে পারবে।

তিনি বলেন, 'একেবারে প্রাথমিক তদন্তের আমাদের কাছে মনে হয়েছে, এডিসি হারুন ও ইনস্পেকটর মোস্তফা; দুজন ব্যক্তি বাড়াবাড়ি করেছে। আইনের ব্যত্যয় ঘটেছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। তারপর আমি একটি তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমাদের অফিসারদের কার কতটুকু দোষ, সেই অনুসারে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়ার থাকলে আমরা পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করবো।'

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারব না। হারুন এই তথ্য কোথায় পেল সেটা হারুন বলতে পারবে।'

তিনি আরও বলেন, 'আমি সানজিদার সঙ্গে কথা বলিনি। সানজিদা এ ধরনের স্টেটমেন্ট দিলে (গণমাধ্যমকে) ঠিক করেনি। কারণ কমিশনারের অনুমতি ছাড়া সে এভাবে স্টেটমেন্ট দিতে পারে না।'

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

2h ago