ডিএমপি সদরদপ্তরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

সোমবার দুপুরে ডিএমপি সদরদপ্তরে যান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে গিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।

আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে ডিএমপির সদরদপ্তরে যান সাদ্দাম।

জানা গেছে, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্ব নির্ধারিত বলে জানা গেছে।

তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

Comments

The Daily Star  | English
court orders exhumation of 114 july killing victims

July killings: Court orders exhumation of 114 bodies for identification

A Dhaka court today ordered the authorities concerned to exhume 114 bodies of individuals killed during the July uprising in order to identify them

1h ago