হোলি আর্টিজানে হামলার ৭ বছর পর স্বেচ্ছাসেবক পাঠানো শুরু করছে জাইকা

ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৭ বছর পর আবারও বাংলাদেশে স্বেচ্ছাসেবক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৭ বছর পর আবারও বাংলাদেশে স্বেচ্ছাসেবক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজানে জঙ্গি হামলায় জাইকা প্রকল্পে কর্মরত ৭ জাপানিসহ ২২ জন নিহত হন।

এ ঘটনার পর জাইকা অবিলম্বে বাংলাদেশ থেকে ২০ জনেরও বেশি স্বেচ্ছাসেবককে জাপানে ফিরিয়ে নেয় এবং নিরাপত্তার কারণে বাংলাদেশে স্বেচ্ছাসেবক পাঠানো স্থগিত করে।

এনএইচকে জানায়, জাইকা বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল বলে বিবেচনা করছে এবং আগামী সেপ্টেম্বর থেকে পুনরায় বাংলাদেশে স্বেচ্ছাসেবক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম ব্যবস্থা হিসেবে সংস্থাটি প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণের তত্ত্বাবধানে সহায়তা করতে স্বল্পমেয়াদী অবস্থানের জন্য দুজন তরুণ স্বেচ্ছাসেবককে পাঠানোর পরিকল্পনা করছে।

উল্লেখ্য, জাইকার স্বেচ্ছাসেবকরা বাংলাদেশের স্বাধীনতার ২ বছর পর, অর্থাৎ ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে তাদের সহায়তা কার্যক্রম শুরু করেন।

Comments