এনআইডি সার্ভার বন্ধ
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ রয়েছে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ বুধবার সকাল থেকে সার্ভারটি বন্ধ রয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন।
তিনি জানান, খুব শিগগিরই সার্ভারটি চালু করা হবে।
সাইবার হামলার আশঙ্কায় সার্ভার বন্ধ করা হয়েছে কি না, জানতে চাইলে আশরাফ বলেন, 'অনেকেই এ ধরনের মন্তব্য করতে পারেন। কিন্তু তা সঠিক নয়।'
Comments