অক্টোবরের শুরুতে আগাম নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র: সিইসিকে পিটার হাস
যুক্তরাষ্ট্র অক্টোবরের শুরুতে আগাম নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানান তিনি।
নির্বাচন কমিশন কার্যালয়ে পিটার হাস সাংবাদিকদের বলেন, 'আমি তাকে [সিইসি] জানিয়েছি যে অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্র একটি আগাম নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাবে।'
তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে আগ্রহী। বাংলাদেশের জনগণ সরকার বেছে নেওয়ার ক্ষমতা রাখবে এমন নির্বাচনেই যুক্তরাষ্ট্র আগ্রহী।
'দেশে বিদেশি কূটনীতিকদের তৎপরতা ভিয়েনা কনভেনশন পরিপন্থী' পররাষ্ট্রমন্ত্রণালয়ের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পিটার হাস বলেন, 'যুক্তরাষ্ট্রে যখন অন্যান্য দেশ আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাদের কাছে সমস্যা উত্থাপন করে, আমরা তাদের কথা শুনি এবং আমরা তাদের কাছ থেকে কী শিখতে পারি তা দেখি। এটিকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে আমরা মনে করি না।'
Comments