৯৯৯ এ কল: মেঘনায় ডুবন্ত জাহাজ থেকে ১৫ শ্রমিক উদ্ধার

ডুবন্ত লাইটার জাহাজটি। ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে মেঘনা নদীতে ডুবন্ত একটি লাইটার জাহাজ থেকে উদ্ধার পেলেন ১৫ জন শ্রমিক।

আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে ওই জাহাজের শ্রমিক আসাদুজ্জামান ৯৯৯ নম্বরে কল করেন এবং তাদেরকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

ঢাকা থেকে প্রায় ৯০০ টন সিমেন্ট নিয়ে মোংলা যাচ্ছিল লাইটার জাহাজ এমভি প্রিমিয়ার-৫। পথিমধ্যে বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাটের কাছে এক পাশে কাত হয়ে পানি ঢুকে জাহাজটি ডুবতে শুরু করে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, জাহাজের শ্রমিক আসাদুজ্জামানের কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল আশরাফুল ইসলাম। তিনি তাৎক্ষণিক নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

সংবাদ পেয়ে কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী এসআই ওমর ফারুকের নেতৃত্বে ঘটনাস্থল থেকে ১৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসে। ইতোমধ্যে লাইটার জাহাজটি ডুবে গেছে।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

1h ago