কর্ণফুলী টানেলের টোল: প্রাইভেটকার ২০০, বড় বাস ৫০০ টাকা

কর্ণফুলী টানেল
কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ছবি: স্টার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যান চলাচলের টোল নির্ধারণ করেছে সরকার।

সেপ্টেম্বরে চালু হতে যাওয়া এ টানেলে চলাচলকারী যানবাহনের জন্য নির্ধারিত টোল হার উল্লেখ করে সেতু বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আজ বৃহস্পতিবার সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন দ্য ডেইলি স্টারকে টোল হারের তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাড়ি, জিপ বা পিকআপের জন্য ২০০ টাকা এবং মাইক্রোবাসের জন্য টোল ২৫০ টাকা।

বাসের আসন ৩১ আসন বা এর কম হলে টোল ৩০০ টাকা, ৩২ আসন বা তার বেশি হলে ৪০০ টাকা এবং ৩-এক্সেল বাসের জন্য টোল ৫০০ টাকা।

ট্রাক-৫ টন পর্যন্ত ৪০০ টাকা, ৮ টন পর্যন্ত ৫০০ টাকা এবং ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ৬০০ টাকা।

মালবাহী ৩ এক্সেল ট্রেলারের টোল ৮০০ টাকা, ৪ এক্সেল ট্রেলারে ১ হাজার টাকা এবং ৪ এক্সেলের বেশি প্রতি এক্সেলের জন্য ১ হাজারের সঙ্গে ২০০ টাকা যোগ করে টোল দিতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago