বাংলাদেশ

‘ভূমি অধিগ্রহণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দুঃখজনক’

ভূমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির বিষয়ে ভূমিমন্ত্রীকে নজর দেওয়ার আহ্বান করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। 
সংসদ
জাতীয় সংসদ ভবন। স্টার ফাইল ফটো

ভূমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির বিষয়ে ভূমিমন্ত্রীকে নজর দেওয়ার আহ্বান করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি বলেছেন, 'ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদপত্রে অভিযোগ এসেছে, যা দুঃখজনক।'

জাতীয় সংসদে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি (অ্যামেন্ডমেন্ট) বিলের আলোচনায় অংশ নিয়ে পীর ফজলুর রহমান এ কথা বলেন।

সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, 'জেলায় জেলায় ভূমি অধিগ্রহণের যে সেকশন আছে সেখানে বড় দুর্নীতির ঘটনাগুলো ঘটে। সরকার অনেক উন্নয়ন করছে। এজন্য ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সেখানে দুর্নীতির ঘটনা ঘটছে।' 

পত্রিকায় প্রকাশিত সংবাদের উল্লেখ করে তিনি বলেন, 'মানিকগঞ্জে সরকারি প্রকল্পে অধিগ্রহণের আগেই জমি কিনে নেন মন্ত্রী ও তার ছেলেমেয়ে। জমি অধিগ্রহণের সময় শতকোটি টাকা বাড়তি নিতে প্রকল্প পাসের আগেই জমি ক্রয় এবং কৌশলে দলিল মূল্য বৃদ্ধি।'

'প্রকল্পটি হচ্ছে সরকারি ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের মানিকগঞ্জে কারখানা স্থাপন। সেখানে দুঃখজনক আমাদের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এসেছে সংবাদপত্রে, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে,' যোগ করেন তিনি।

এই সংসদ সদস্য আরও বলেন, 'স্বাস্থ্যমন্ত্রী ভূমি ক্রয় করেছেন ৬ দশমিক ৩৯ একর, ছেলে কেনেন ৩ দশমিক ১২ একর, মেয়ে কেনেন ১১ দশমিক ১৪ একর, আরেক ফুফাত ভাই কেনেন ৫ দশমিক ৫৪ একর।'

তিনি বলেন, 'এর আগে কক্সবাজারেও ভূমি অধিগ্রহণ কার্যালয়কে দুর্নীতির হাট বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। খবরে প্রকাশিত হয়েছিল সেখানে ১৫ শতাংশ কমিশন নেওয়া হয়েছে।'

ভূমিমন্ত্রীকে এসব দুর্নীতির বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে পীর ফজলুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রী উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছেন। সেখানে এ সব দুর্নীতি ও লজ্জাজনক ঘটনা যেন না ঘটে সেদিকে ভূমিমন্ত্রী দৃষ্টি দেবেন।'

Comments

The Daily Star  | English

Heatwave: Secondary schools, colleges in several districts closed tomorrow

All secondary schools, colleges, madrasas, and technical education institutions in several districts across the country including Dhaka, will be closed tomorrow due to the ongoing heatwave

45m ago