সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি দক্ষিণ সিটির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন ও ইনসেটে মেয়র তাপস।

সাড়ে ১১ ঘণ্টার মধ্যে শতভাগ কোরবানির বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার মধ্যরাতে ডিএসসিসির মুখপাত্র আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করার কথা জানান। 

ডিএসসিসির মুখপাত্র আবু নাসেরের মতে, প্রায় সাড়ে ১১ ঘণ্টার মধ্যে করপোরেশন সমস্ত কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়। 

তিনি জানান, দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রাত ১টা ৩৫ মিনিটে শেষ হয়। সবশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দিনভর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে ৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৯টা ৩০ মিনিটে ৮ ঘণ্টারও কম সময়ে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়। ডিএনসিসির ১০টি অঞ্চলে আজ ঈদের দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত ২ হাজার ৭১৩ ট্রিপে প্রায় ১৪ হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করা হয়।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

56m ago