জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রবীর দাশ/স্টার

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় ঈদগাহ। ছবি: প্রবীর দাশ/স্টার

সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নারীদের জন্যও সেখানে আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।

জাতীয় ঈদগাহের জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ সংসদ সদস্যরা নামাজ আদায় করেন।

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছে দুই শিশু। ছবি: প্রবীর দাশ/স্টার

আর সকাল ৭টা থেকে ঈদের জামাত শুরু হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় জামাত। একেক ঘণ্টার ব্যবধানে সকাল ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ ও পৌনে ১১টায় শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে।

বায়তুল মোকাররমে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রবীর দাশ/স্টার

দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ জানান, বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমের ঈদ জামাতে এবার মুসল্লিদের উপস্থিতি কম দেখা গেছে।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

44m ago