শাহজালালে কোনোভাবেই সোনা চোরাচালান বন্ধ করা যাচ্ছে না: বেবিচক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৪ ঘণ্টা যাত্রীসেবায় আগামী জুলাই মাসের মধ্যে চালু হচ্ছে হটলাইন। এই হটলাইন সেবায় যাত্রীরা মতামত বা অভিযোগ জানানোর সুযোগ পাবেন।

আজ রোববার রাজধানীর কুর্মিটোলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্স হলে এক গণশুনানির অনুষ্ঠানে এসব কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

 যাত্রীসেবার মান বাড়াতে এই গণশুনানির আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেবিচক চেয়ারম্যান বলেন, 'হটলাইনের মাধ্যমে যে কোনো যাত্রী বা ব্যক্তি যে কোনো জায়গা থেকে বিমানবন্দরের সেবা নিয়ে অভিযোগ বা মতামত জানাতে পারবেন। যে ধরনের অভিযোগই আসুক না কেন, তা সমাধান করা হবে।'

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'শাহজালাল বিমানবন্দরে কোনোভাবে সোনা চোরাচালান বন্ধ করা যাচ্ছে না।' 

তিনি বলেন, 'আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। তবে আমরা এত কিছু করার পরেও সোনা চোরাচালানটা বন্ধ করতে পারিনি। এটা অত্যন্ত কষ্ট দেয়। এখানে আমাদের দেশের ভাবমূর্তি জড়িত। আসলে কীভাবে এই সোনা চোরাচালান বন্ধ করা যায়, জিরো টলারেন্সে আনা যায় আমরা চেষ্টা করব।'

এয়ারলাইন্সগুলোর লাগেজ রেখে আসার বিষয়ে তিনি বলেন, 'অনেক সময় এয়ারলাইন্সগুলো ন্যারো বডির এয়ারক্রাফটে (ছোট এয়ারক্রাফট) যাত্রীভর্তি করে নিয়ে দেশে আসে। তখন সব লাগেজ আনতে পারে না। আমরা ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোকে এগুলো বিষয়ে সতর্ক করেছি। এছাড়াও যারা ন্যারো বডির এয়ারক্রাফট নিয়ে দেশে আসে তাদের আমরা কিছু সিট ফাঁকা রেখে আসতে বলেছি।'

Comments

The Daily Star  | English

BNP not in favour of banning any political party: Fakhrul

'Who are we to ban a political party? The people will decide,' says the BNP leader

51m ago