ভাঙ্গায় কুকুরের কামড়ে ২ দিনে আহত ৪৩

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় গত ২ দিনে কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ৪৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে রাত সাড়ে ৮টা পর্যন্ত শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা নেন। 
আবার আজ শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আরও ১১ জন চিকিৎসা নেন।

তাদের বেশিরভাগই ভাঙ্গা পৌরসভার ৭টি মহল্লা এবং আলগী, হামিরদী, ঘারুয়া ও কাউলিবেড়া ইউনিয়নের ৮টি গ্রামের বাসিন্দা।

কুকুরের কামড়ে আহত ভাঙ্গা সরকারি কাজী মাহবুবউল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ঝর্না রানী মৃধা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে কলেজ থেকে হেঁটে কাপুড়িয়া সদরদী মহল্লায় বাসায় যাচ্ছিলাম। হঠাৎ একটি কুকুর এসে বাম পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পায়ের মাংস ছিঁড়ে যায়।'

যোগাযোগ করা হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পণ্ডিত ডেইলি স্টারকে বলেন, 'সাম্প্রতিককালে একদিনে কুকুরের কামড়ের শিকার হয়ে এত মানুষ চিকিৎসা নিতে আসেনি। দফায় দফায় কুকুরের কামড়ে আহত রোগী দেখে হতবাক হয়েছি।'

তিনি বলেন, 'সবাইকে ইনজেকশন দেওয়া হয়েছে। কাউকে ভর্তি করা হয়নি। প্রথম ডোজের ৩ দিন পর দ্বিতীয় ডোজ, ৭ দিন পর তৃতীয় ডোজ ইনজেকশন নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago