ভারতে প্রশিক্ষণে গিয়ে বাউফলের ইউএনও আল-আমিনের মৃত্যু

মো. আল-আমিন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মুসৌরিতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আল-আমিনের ভগ্নীপতি বরগুনার আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ভারতীয় সময় রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই আল-আমিনের মৃত্যু হয়।'

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের ক্যাডার ছিলেন আল-আমিন। তিনি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসেম মাস্টারের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন আল-আমিন। এরপর পটুয়াখালীর দশমিনা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে বাউফল উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি।
 

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

1h ago