রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে জরুরি অর্থায়নের আহ্বান জাতিসংঘের

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প। স্টার ফাইল ফটো

বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পের রোহিঙ্গাদের মাসিক খাদ্য ভাউচার ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার কমানো হচ্ছে। এ নিয়ে রোহিঙ্গাদের দৈনিক রেশনের ৩৩ শতাংশ কমে আসবে। 

আজ থেকে রোহিঙ্গাদের প্রত্যেকের জন্য প্রতি মাসে ৮ মার্কিন ডলার বা ৮৪০ টাকার সমমূল্যের ফুড ভাউচার দেওয়া হবে।

এ অবস্থায় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, 'রেশনের কাটছাঁট প্রায় ১০ লাখ রোহিঙ্গার জীবনে প্রভাব ফেলবে, যারা খাদ্য সাহায্যের ওপর নির্ভরশীল, যাদের জীবনধারণের জন্য কর্মসংস্থানের সুযোগ-সম্ভাবনা নেই।' 

চলতি বছরের শুরুতে রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাথাপিছু মাসিক ১২ মার্কিন ডলার মূল্যমানের রেশন দেওয়া হচ্ছিল। কিন্তু অর্থায়নের অভাবে ১ মার্চ থেকে তাদের মাথাপিছু মাসিক রেশন কমিয়ে ১০ মার্কিন ডলার করা হয়। এখন থেকে তা হবে ৮ ডলার।

এ প্রসঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, 'আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সাহায্য কমাতে বাধ্য হচ্ছে। এতে তাদের স্বাস্থ্য ও পুষ্টির ফলাফল হবে ভয়াবহ। নারী, শিশু ও সবচেয়ে নাজুক মানুষেরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।'

চলতি বছর রোহিঙ্গাদের জন্য ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের আবেদন করা হয়েছিল। ১ জুন পর্যন্ত এর মাত্র ২৪ দশমিক ৬ শতাংশ অর্থায়ন হয়েছে। এ কারণে অন্যান্য জরুরি কর্মসূচি ও কর্মকাণ্ডে কাটছাঁট করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago