‘বিচার বিভাগের অবমাননা’র দায়ে মেয়র তাপসের গ্রেপ্তার দাবি বিএনপিপন্থী আইনজীবীদের

সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে 'বিচার বিভাগের অবমাননা' অভিযোগ তুলে শিগগির তাকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ)।

আজ সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধনের পর সভায় বিজেএএফ নেতৃবৃন্দ এ দাবি জানান।

একই সময়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও 'শান্তি সমাবেশ' করে। বিএনপিপন্থী আইনজীবীদের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির নেতৃত্ব দেন আইনজীবী সমিতির সেক্রেটারি মো. আব্দুন নুর দুলাল।

আইনজীবীদের দুই পক্ষ মুখোমুখি হলে তারা একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় সুপ্রিম কোর্ট চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়।

তবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব মেয়র তাপস গত ২১ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে বলেন, 'একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম।'

বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেছিলেন, 'যে সব সুশীলরা আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেই সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব।'

তাপসের এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে ২৪ মে তা আপিল বিভাগের নজরে আনেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তখন বলেন, 'আমরা আগে এটি দেখি।'  

আজ বিজেএএফের ব্যানারে কয়েক শতাধিক বিএনপিপন্থী আইনজীবী সুপ্রিম কোর্ট চত্বরে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তাপসকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল করেন।

মিছিলটি হাইকোর্ট মাজার গেট, জাতীয় ঈদগাহ ময়দান, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন কদম ফোয়ারা প্রদক্ষিণ করে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে মানববন্ধন ও সভা করে।

বিজেএএফ সভাপতি এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি এএম মাহবুব উদ্দিন খোকন, মো. বদরুদ্দোজা বাদল, মো. রুহুল কুদ্দুস কাজল, বিজেএএফের মহাসচিব কায়সার কামাল প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

সভা শেষে এ জে মোহাম্মদ আলী একই দাবিতে বুধবার সারাদেশের সব বার অ্যাসোসিয়েশন চত্বরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

4h ago