রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ১৪ সদস্যের প্রতিনিধি দল টেকনাফে

‘১৪ সদস্যের মিয়ানমারের প্রতিনিধি দল রোহিঙ্গাদের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা করছে।’
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে মিয়ানমারের ১৪ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ১৮ মিনিটে প্রতিনিধি দলটি নাফ নদী হয়ে টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতিনিধি দল দ্বিতীয়বারের মতো কক্সবাজার সফর করছে।

রোহিঙ্গাদের একটি দলকে প্রত্যাবাসনের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের নেওয়া ব্যবস্থা দেখতে গত ৫ মে রাখাইন রাজ্যে ২০ রোহিঙ্গা সদস্য ও ৭ বাংলাদেশি কর্মকর্তার সফর করে। মিয়ানমার প্রতিনিধি দলের এই সফর পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু ১৪ মে কক্সবাজার সীমান্তের কাছে মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানায় সফর বিলম্বিত হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ দৌজা দ্য ডেইলি স্টারকে বলেন, '১৪ সদস্যের মিয়ানমারের প্রতিনিধি দল রোহিঙ্গাদের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা করছে।'

আরআরআরসি কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব প্রীতম সাহা বলেন, 'প্রতিনিধি দলটি টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পের হলরুমে প্রায় ৩০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের বিষয়ে ব্রিফ করছে।'

বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। বেশির ভাগই ২০১৭ সালে তাদের দেশে সহিংস সামরিক অভিযান থেকে বাঁচতে পালিয়ে আসে।

২০১৭ সালে মিয়ানমার নাগরিকদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ ও মিয়ানমার প্রত্যাবাসনের জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এখন পর্যন্ত ২ প্রত্যাবাসনের চেষ্টা করা হলেও সেই উদ্যোগ ব্যর্থ হয়।

Comments