নতুন স্যাংশন এলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: ইউএনবি

বাংলাদেশের ওপর নতুন কোনো স্যাংশন এলে তা খুবই দুর্ভাগ্যজনক হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, 'নতুন স্যাংশনের কোনো কারণ নেই। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। এটা নির্ভর করে ওই দেশের ওপর।'

আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরে যাচ্ছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা আশা করি, সুবুদ্ধির জয় হবে।'

মানবাধিকার, গণতন্ত্র লঙ্ঘন এবং দুর্নীতিতে জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে একটি দৈনিক পত্রিকা গতকাল প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের ভিত্তিতেই এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রতিবেদন বিষয়ে তিনি বলেন, 'এটি খুবই অদ্ভুত ও আশ্চর্যজনক। সেখানে কোনো রেফারেন্সও উল্লেখ করা হয়নি।'

তিনি জানান, সম্প্রতি মার্কিন কর্মকর্তা আফরিন আক্তার বাংলাদেশ সফরে এসে অনেক পরিণত কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর সফর বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী কাতার সফরে কোটার ভিত্তিতে এলএনজি চাইবেন। ইতোমধ্যে বাংলাদেশের জন্য কাতার একটি প্রধান তেল রপ্তানিকারক দেশ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি সরবরাহের ঘাটতি হওয়ায় ঢাকা আরও জ্বালানি চাইবে।

'সফরের সময় হয়তো কোনো চুক্তি সই হবে না, তবে এলএনজি আমদানির বিষয়ে আলোচনা অগ্রসর হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago