নকল ও ভেজাল পণ্য উৎপাদনকারীদের কালো তালিকাভুক্ত করার আহ্বান শিল্পমন্ত্রীর

বিএসটিআইয়ের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন শিল্পমন্ত্রী। ছবি: সংগৃহীত

নকল ও ভেজাল পণ্য উৎপাদনকারীদের কালো তালিকাভুক্ত করার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ূন।

শিল্পমন্ত্রী বলেছেন, অনেক ভালো ব্যবসায়ী আছেন যারা আন্তর্জাতিক মানের পণ্য বাজারজাত করে বিশ্ববাজারে দেশের সুনাম বৃদ্ধি করছেন। কিন্তু কিছু ব্যবসায়ী এ হীন কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ী নেতাদের উচিত তাদের কালো তালিকাভুক্ত করে ব্যবসায়ী সমাজ থেকে বাদ দেওয়া।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।

আলোচনায় অংশ নিয়ে শিল্পমন্ত্রী নকল ও ভেজালরোধে সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার জন্য বিএসটিআইকে নির্দেশনা দেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনার জন্য বিএসটিআইকে তাগিদ দিয়ে তিনি বলেন, ভেজাল পণ্য উৎপাদন ও ওজনে কম দেওয়ার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করা দরকার।

বিএসটিআইয়ের মহাপরিচালক মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জনাব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

সভায় শিল্পসচিব বলেন, নকল ও ভেজালরোধে যে আইন আছে, তার কঠোর প্রয়োগ হলে এগুলো অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে।

এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ভেজাল ও নকল প্রতিরোধে বিএসটিআই'র সক্ষমতা ও নজরদারি বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের সংশোধনের বিষয়ে গুরুত্ব দেন।

সভায় বিএসটিআইয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন মহাপরিচালক আবদুস সাত্তার।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

16m ago