৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা-রাত ৮টা, সাপ্তাহিক বন্ধ শুক্রবার

মেট্রোরেল
স্টার ফাইল ফটো

আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।

তিনি আরও জানান, মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার।

ডিএমটিসিএল অফিসে এম এ এন সিদ্দিক জানান, পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া, অফ পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

আগামী ঈদুল আজহার দিনও মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।

বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলছে এবং মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারে।

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এই দূরত্বে থাকা ৯টি স্টেশনই চালু রয়েছে।

আগামী নভেম্বরের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Comments

The Daily Star  | English

Dengue death toll crosses 500-mark

7 die, 629 hospitalised till this morning

1h ago