কারাগারে শূন্য পদে চিকিৎসক নিয়োগের আদেশ হাইকোর্টের
কারাবন্দীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সারা দেশের কারাগারে ১৬টি শূন্য পদে চিকিৎসক নিয়োগের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও কারা মহাপরিদর্শককে (আইজি) আগামী ৬ জুনের মধ্যে এ আদেশ পালন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জেআর খান রবিনের রিট আবেদনের শুনানিকালে এ আদেশ দেওয়া হয়।
এর আগে, কারা মহাপরিদর্শকের কার্যালয় থেকে আইনজীবীর মাধ্যমে হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন জমা দিয়ে বলা হয়, কারাগারে মোট ১২৫ জন চিকিৎসককে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসকের ১৬টি পদ শূন্য আছে।
গত ১৫ নভেম্বর আদালত বন্দীদের চিকিৎসার জন্য কারাগারের শূন্য পদে ডেপুটেশনে চিকিৎসক নিয়োগ এবং আদেশ পালন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
আজ আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস কে সাইফুজ্জামান এবং কারা মহাপরিদর্শকের পক্ষে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম।
Comments