সাত মসজিদ সড়কের গাছ কাটা বন্ধে মেয়র তাপসকে স্মারকলিপি

ডিএসসিসি মেয়র তাপসের এপিএস নাসিরুল হাসান সজিব স্মারকলিপি গ্রহণ করছেন। ছবি: সংগৃহীত

রাজধানীর সাত মসজিদ সড়কের গাছ কাটা বন্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে আজ সোমবার স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা।

৩৭ নাগরিকের সই করা স্মারকলিপিতে ওই সড়কের গাছ কাটা বন্ধ করে সেখানে দেশীয় গাছ লাগানোর দাবি জানানো হয়েছে।

মেয়রের এপিএস নাসিরুল হাসান সজিব স্মারকলিপি গ্রহণ করেন। তিনি সেটি মেয়রের কাছে জমা দেবেন বলে জানান।

বিক্ষোভকারীরা এর আগে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে অংশ নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল বলেন, 'ষাটের দশক থেকে রাজধানীর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ঢাকার সবুজ ধূসর হয়ে আসছে। নির্মমভাবে গাছ কেটে যে নগরায়ন হয়েছে তার বিরূপ প্রভাব আমাদের ওপর পড়ছে। উচ্চ শব্দ দূষণ, তীব্র বায়ু দূষণ এবং অসহনীয় তাপমাত্রা রাজধানীকে বসবাসের অযোগ্য করে তুলেছে।'

ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যাম্পে) নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, 'উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামত প্রতিফলিত হওয়া উচিত।'

এসময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকর্মী শিরিন হক, অ্যাক্টিভিস্ট ও গবেষক পাভেল পার্থ, সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'রাজধানীকে বাঁচাতে গাছের প্রয়োজন, এ বিষয়টি উপেক্ষা করা হচ্ছে। নগরবাসীর মতামতের তোয়াক্কা করছে না নগর প্রশাসন। তারা আমাদের সিঙ্গাপুরের উন্নয়ন মডেল দেখাচ্ছে, কিন্তু তারা সিঙ্গাপুরের পরিবেশ সংরক্ষণের মডেল গ্রহণ করে না।'

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, 'গাছ উজাড় করলে পরিবেশ বিপর্যয় কেউ ঠেকাতে পারবে না। সংকীর্ণ সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির কারণে গাছ কেটে এবং জলাভূমি ভরাট করে মরুকরণ চলছে।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

6h ago