‘প্রত্যাবাসনের’ আগে রাখাইন পরিদর্শনে যাচ্ছে রোহিঙ্গা প্রতিনিধি দল
চলতি বছরের বর্ষার আগেই সম্ভাব্য প্রথম দফা প্রত্যাবাসনের আগে মাঠ পর্যায়ের চিত্র দেখতে দেখতে মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শনে যাচ্ছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ২০ সদস্যের প্রতিনিধি দল।
আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দীর্ঘ দিন ধরে এই প্রস্তাব দিয়ে আসছিলাম। এতদিন পরে মিয়ানমার তাতে সম্মতি দিয়েছে।'
রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখতে প্রথমবারের মতো রোহিঙ্গা প্রতিনিধি দল মিয়ানমারে যাচ্ছে।
এর আগে মার্চের মাঝামাঝিতে মিয়ানমারের একটি প্রতিনিধি দল টেকনাফ সফর করেছে। প্রতিনিধি দলটি বাংলাদেশের দেওয়া তালিকা অনুযায়ী রোহিঙ্গাদের পরিচয় যাচাই করে।
এপ্রিলের শেষ ভাগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মিয়ানমারের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রি-পক্ষীয় বৈঠকের জন্য চীনের কুনমিং সফর করেন।
রোহিঙ্গা প্রতিনিধি দলের রাখাইন পরিদর্শন ত্রি-পক্ষীয় বৈঠকের ফলাফল কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, 'এটা সে রকম কিছু না।'
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে ২০১৭ সালে বাংলাদেশে আসার পর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তত দুবার প্রচেষ্টা নেওয়া হয়েছে। তবে নাগরিকত্বের নিশ্চয়তা ও নিরাপত্তা না থাকায় তারা রাখাইনে ফিরতে সম্মতি হয়নি।
কক্সবাজারের ক্যাম্পগুলোতে বর্তমানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছেন।
Comments