‘মেট্রোরেলের ভাঙা জানালা প্রতিস্থাপনে ব্যয় হবে ১০ লাখ টাকা’
চলন্ত মেট্রোরেলে দুর্বৃত্তদের ছোড়া ঢিলে ক্ষতিগ্রস্ত জানালার কাঁচ মেরামতে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মেট্রোরেলের কর্মকর্তারা।
মেট্রো রেলের একজন কর্মকর্তা আজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'জানালা প্রতিস্থাপনের কাজটি সহজ নয়। এজন্য ঠিকাদারকে জাপান থেকে গ্লাসটি আনতে হবে।'
তিনি আরও বলেন, 'আমাদের এটাও ভাবতে হবে যে, এখানে সেগুলো অ্যাসেম্বল করার কোনো যন্ত্রপাতি আছে কি না।'
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, 'গ্লাস আনা থেকে শুরু করে প্রতিস্থাপন ও শ্রমিকের ব্যয়সহ সব প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের প্রায় ১০ লাখ টাকা খরচ করতে হবে।'
মেট্রোরেলের সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন) সামিউল কাদির গতকাল রাতে ট্রেনের কাচ ভাঙার অভিযোগে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করেছেন।
কাফরুল থানার একজন কর্মকর্তা জানান, মামলার বিবরণীতে তিনি উল্লেখ করেছে, এ ঘটনায় ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কাজীপাড়া স্টেশনের কাছে কাঁচ ভাঙার ঘটনা ঘটে।
Comments