যাত্রীর চাপ কম হলেও, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের শিমরাইল বাসস্ট্যান্ড। ছবি: স্টার

ঈদুল ফিতর উপলক্ষে এবার সড়ক-মহাসড়কে যাত্রীর চাপ তুলনামূলক কম। এরপরেও দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। কয়েকটি পরিবহনের বাসভাড়া বাড়িয়ে দ্বিগুণও করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের শিমরাইল বাসস্ট্যান্ডে আসা যাত্রীদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে।

অন্তত ৯ জন যাত্রী জানিয়েছেন অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে। তাদের আরও অভিযোগ, বাস সময়মতো আসছে না।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাস কাউন্টারগুলোতে যাত্রীদের তেমন উপস্থিতি না দেখা গেলেও, সন্ধ্যার পর দৃশ্য পাল্টাতে থাকে। সময় বাড়তে থাকলে যাত্রীর সংখ্যাও বাড়তে থাকে। তবে ঈদের মৌসুম হিসেবে তা আগের বছরগুলোর তুলনায় কম।

আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেড পরিবহনের নন-এসি বাসের দুটি টিকেট কেটেছেন ফাহিমুল ইসলাম। নরসিংদীর ঘোড়াশালের একটি সার কারখানায় কাজ করেন তিনি। ছোটভাই শাহরিয়ার নাসিম জয়কে নিয়ে যাবেন চাঁদপুরের হাজীগঞ্জে।

তাদের অভিযোগ, এক সপ্তাহ আগেও এই রুটের বাসে তারা ৩০০ টাকা ভাড়া দিয়েছেন। তবে, ঈদ উপলক্ষে একই পরিবহন ভাড়া বাড়িয়ে ৭০০ টাকা করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের শিমরাইলে দুরপাল্লার বাস কাউন্টারে যাত্রীদের ভিড়। ছবি: স্টার

ফাহিমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাজীগঞ্জে শ্বশুরবাড়ি। ভাইকে নিয়ে সেখানে যাচ্ছি। ঈদে ভাড়া বাড়বে মাথায় ছিল। কিন্তু তাই বলে দ্বিগুণের বেশি ভাড়া নেবে, তা মানা যায় না। তারপরও যেতে তো হবে। দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট কেটেছি।'

যদিও অতিরিক্ত ভাড়া আদায়ের কথা অস্বীকার করেন আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের কাউন্টারের দায়িত্বে থাকা মো. মাসুদ। তিনি বলেন, '৭০০ টাকা এসি বাসের ভাড়া। নন-এসির ভাড়া ৪০০ টাকা।'

কাউন্টারের সামনেই কথা হয় লক্ষ্মীপুরের যাত্রী বিল্লাল হোসেনের সঙ্গে। তিনি ডেইলি স্টারকে বলেন, 'লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাড়া গতকাল বুধবার জনপ্রতি ৬০০ টাকা ছিল। অন্য সময় এ ভাড়া ৩০০ টাকা। আজ কাউন্টারে জনপ্রতি ৫০০ দাবি করছে। আবার বাস আসবে দেড় ঘণ্টা পর।'

ভাড়া বেশি আদায়ের অভিযোগ করেন নোয়াখালীর বেগমগঞ্জের যাত্রী মো. শাকিব। কে কে ট্রাভেলস পরিবহনের দুটি টিকিট কেটেছেন তিনি। অন্য সময় ৪০০ টাকা হলেও, তিনি ৫৫০ টাকা দিয়ে টিকিট কিনেছেন বলে জানান।

শাকিবের ছোটভাই কলেজশিক্ষার্থী মো. রিয়াদ ডেইলি স্টারকে বলেন, 'সোজা কথা, যার থেকে যেমন পারছে, ভাড়া নিচ্ছে। ঈদের সিজনে ব্যবসাটা করে নেয় বাসের লোকজন।'

অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি বাস সময়মতো আসছে না বলেও অভিযোগ তাদের। রিয়াদ বলেন, '৭টা ৪০ মিনিটে বাস আসার কথা। পৌনে ৮টার সময় কাউন্টার থেকে জানিয়েছে আরও ৩০ মিনিট লাগবে বাস আসতে।'

সিলেটগামী লিমন পরিবহনের নন-এসি বাসের কর্মী রনি জানালেন, সিলেটের ভাড়া ১ হাজার টাকা। তবে, যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাভাবিক সময়ে এ ভাড়া ৫০০ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে রনি ডেইলি স্টারকে বলেন, 'ঈদের সময় ভাড়া একটু বেশিই পড়ে। আপনি অন্য কাউন্টারগুলোতেও দেখেন, একইভাবে ভাড়া নিচ্ছে।'

পরিবহনগুলোর অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. শরফুদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'ঈদকে কেন্দ্র করে কিছু পরিবহনের লোকজন সুযোগ নেয়। তবে যাত্রীদের কেউ অভিযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দেব।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

44m ago