ঠাকুরগাঁও

ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১১ গরুর মৃত্যু

ঠাকুরগাঁও
স্টার অনলাইন গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গোয়ালঘরে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১১টি গরু মারা গেছে।    

গতকাল রোববার রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারী টিপুলডাঙ্গী গ্রামের মনিরুল ইসলামের গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম দ্য ডেইলি স্টারকে জানান, গোয়ালঘরে পাওয়ার টিলারের টিউবে আগুন লেগে ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়া থেকে গরু মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গরুকে মশার কামড় থেকে রক্ষা করতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়েছিলেন মনির। কয়েল থেকে পাওয়ার টিলারের টিউবে আগুন লাগে।

মনিরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, 'প্রতি রাতেই মনিরুল তার গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দেন। একপর্যায়ে কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে রাখা পাওয়ার টিলারের টিউবে আগুন লেগে যায়। গোয়ালঘরের দরজা-জানালা বন্ধ থাকায় দমবন্ধ হয়ে ওই গরুগুলো মারা যায়।'

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাওয়ের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধোঁয়ায় গরু মৃত্যুর খবর পেয়েছি।'

গোয়ালঘরে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কয়েলের পরিবর্তে দরজা-জানালায় নেট ব্যবহারের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, 'নেট ব্যবহার করলে গবাদি পশুদের মশার উপদ্রব থেকে রক্ষাসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা যাবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

6h ago