নার্সিং শিক্ষার উন্নয়নে এডালফাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড. ইউনূসের সমঝোতা স্মারক সই
বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়নে নিউইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকার গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের সমঝোতা স্মারক সই হয়েছে।
এডালফাই বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ক্রিস্টিন এম. রিওডন এবং গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের পক্ষে প্রফেসর মুহাম্মদ ইউনূস এতে সই করেন।
ঢাকার ইউনূস সেন্টার থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ২২ মার্চ নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় এই সমঝোতা স্মারক সই হয়। প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সত্যিকার মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নতুন সভ্যতায় উত্তরণে তরুণ সমাজ একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে।
নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে ১৮৯৬ সালে বেসরকারি উদ্যোগে এডালফাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের জানুয়ারিতে এডালফাই বিশ্ববিদ্যালয়ের ডীন অব নার্সিং স্কুল ড. ডেবোরাহ হান্ট ও ড. অ্যানি জ্যাকবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করতে বাংলাদেশে আসেন। তারা কলেজের প্রিন্সিপাল ও পরিচালনা পর্ষদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আমন্ত্রণে প্রফেসর ইউনূস এডালফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। নিউইয়র্কে তিনি বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ও বিশ্ববিদ্যালয়টির সর্বাধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।
প্রফেসর ইউনূসের সম্মানে এডালফাই বিশ্ববিদ্যালয়ের বলরুমে 'হাগেডর্ন লিডারশিপ অন করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি'-এর সহযোগিতায় 'প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা সন্ধ্যা: একটি তিন শূন্যর পৃথিবী নির্মাণ' শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়টির কলেজ অব নার্সিং অ্যান্ড পাবলিক হেলথের ডিন ড. ডেবোরাহ হান্টের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডালফাই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার কে. স্টর্ম। প্রফেসর ইউনূস বাংলাদেশে ক্ষুদ্রঋণ কর্মকাণ্ডের ইতিহাস ও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং কলেজটির উদ্দেশ্য ও বর্তমান কর্মসূচিগুলির কথা তুলে ধরেন।
Comments