নতুন নির্বাচনের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন করে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
আজ সোমবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রায় তিনশ আইনজীবী এতে অংশ নেন।
এসময় গত ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবীদের ওপর পুলিশি হামলার বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেন তারা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব কায়সার কামালের নেতৃত্বে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়।
এসময় বিএনপিপন্থী আইনজীবীরা আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ দাবি করে বলেন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল পুলিশকে আইনজীবীদের লাঞ্ছিত করার নির্দেশ দিয়েছেন।
বিএনপিপন্থী আইনজীবীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
একই সময়ে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের একটি দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির অফিস কক্ষে বিক্ষোভ করে। নির্বাচনের দিন বিএনপিপন্থী আইনজীবীরা ব্যালট ছিনিয়ে নিয়েছে এবং আসবাবপত্র এবং জিনিসপত্র ভাঙচুর করেছে বলে তারা দাবি করেন।
Comments