বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

কুমিল্লার মুরাদনগরে বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: স্টার

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি ইসলামের দোহাই দিয়ে ছড়ানো বিভ্রান্তির ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, 'বিএনপি-জামায়াতের আমলে দেশ সবক্ষেত্রে পিছিয়েছে। আমরা তরুণ প্রজন্মকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব। এ দেশকে আমরা দ্রুত স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব।'

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুর নেতৃত্বে এ মাসেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষ। একটা পরাধীন প্রদেশে থেকে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছেন তিনি। আজ তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।'

'আমরা এখন যে পথে হাঁটছি সে পথ বঙ্গবন্ধু দেখিয়েছিলেন। তিনি আমাদেরকে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। আমরা সেই পথে এ দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করছি। এদেশের মানুষ আর হাওয়া ভবন আর খোয়াব ভবন দেখতে চায় না। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।'

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. জামাল নাসের, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইল প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ৫ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

5h ago