বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি
বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। ছবি: পিআইডি

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, 'বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান নিশ্চিত করতে হবে। আর এ জন্য উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।'

আজ বুধবার বঙ্গভবনে দেশের ৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তারা হলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন আহমদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। 

রাষ্ট্রপতি ৩ উপাচার্যকে বঙ্গভবনে স্বাগত জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপাচার্যরা রাষ্ট্রপতিকে নিজ নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানান এবং সার্বিক বিষয়ে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। 

রাষ্ট্রপতি তাদের কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন শিক্ষা প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ করেন। তিনি কর্মসংস্থানভিত্তিক ও জীবনমুখী শিক্ষা পাঠ্যক্রম পরিচালনার জন্য উপাচার্যদের অনুরোধ করেন। 

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বৃদ্ধির ওপর জোর দেন।

এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং সচিব (সংযু্ক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago