শহীদ চান্দু স্টেডিয়াম

বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়ার আন্তর্জাতিক ভেন্যু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ছেড়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন। ছবি: মোস্তফা সবুজ/স্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বগুড়ায় আন্তর্জাতিক ভেন্যু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ছেড়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।

প্রতিবাদের অংশ হিসেবে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় স্টেডিয়াম চত্বরে বগুড়া এআরসি স্পোর্টিং ক্লাবের ব্যানারে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মানববন্ধন করে।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের কাছে দেওয়া একটি চিঠিতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগে মাঠ হস্তান্তরের কথা জানায় বিসিবি। একইসঙ্গে সেখানকার বিসিবির সব কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় বদলি করেছে বিসিবি।

বিসিবির এমন সিদ্ধান্তের প্রতিবাদে আজ মানববন্ধনে আয়োজকরা বলেন, 'শহীদ চান্দু স্টেডিয়াম ছিল উত্তরাঞ্চলের গর্ব, ক্রিকেটের নক্ষত্র তৈরির মাঠ। কিন্তু বিসিবির এই ভুল সিদ্ধান্তে সব ভেস্তে বসেছে।'

মানববন্ধনে অংশগ্রহণকারীদের একজন বলেন, 'বিসিবির এমন আচরণে আমরা খুবই কষ্ট পেয়েছি। আমি নিজেই এই মাঠে খেলেছি। এখন আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা করছে। কিন্তু বিসিবি চলে গেলে মাঠের আর আগের অবস্থা থাকবে না।'

বক্তারা বলেন, 'শুধু মুশফিকুর রহিম বা শফিউল ইসলাম নয়, অনূর্ধ্ব-১৯ দলের তামিম, তৌহিদ হৃদয় নয়, বরং খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরও অনেক নারী ক্রিকেটার তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে বিসিবির এই স্টেডিয়াম এবং কোচ এবং স্টাফরা।'

তারা বলেন, 'বিসিবি চলে গেলে বগুড়া তথা উত্তরাঞ্চলের নতুন প্রজন্মের বড় ধরনের ক্ষতি হবে। খেলাধুলা না থাকলে ছেলে-মেয়েরা বিপথে যাবে।'

বিসিবির সভাপতির কাছে এমন সিদ্ধান্তের কারণ জানতে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রতিবাদকারীরা। সেইসঙ্গে শিগগির বিসিবির এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago