ঢাকায় ১৪তম জাপানি ‘স্পিচ কনটেস্ট’

ছবি: সংগৃহীত

ঢাকার জাপান দূতাবাসে আজ শনিবার ১৪তম জাতীয় জাপানি 'স্পিচ কনটেস্ট' অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ ১৬ জাপানি ভাষা শিক্ষার্থী তাদের বক্তৃতার দক্ষতা দিয়ে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন।

জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, দ্য জাপান ফাউন্ডেশন এবং জাপান দূতাবাস যৌথভাবে প্রতিযোগিতাটি আয়োজন করে।

চূড়ান্ত ১৬ প্রতিযোগীর মধ্যে অ্যাডভান্সড ক্যাটাগরিতে তানজিনা আফরোজ প্রথম পুরস্কার পান। বিগিনারস ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান ক্রিস্টিনা মিতি রোজারিও।

এ বছরের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে ইতচু করপোরেশন, মারুবেনি করপোরেশন, কাইকম সল্যুশন জাপান, মিতসুবিশি করপোরেশন, নাগাসাকি রেস্টুরেন্ট, নিপ্পন কোয়েই কো লিমিটেড, সাইতো নেনশি বাংলাদেশ লিমিটেড, ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেড ও জাপান কমার্স অ্যান্ড অ্যাম্প ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago