২ প্রকল্পে ২৮.৭ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে জাপান

বাংলাদেশের কারিগরি শিক্ষা উন্নয়নে ২৮ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে জাপান।

আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান দুই প্রকল্প চুক্তিতে সই করেন।

এর মধ্যে 'কারিগরি শিক্ষার সরঞ্জাম উন্নয়ন' শীর্ষক প্রকল্পের জন্য ৭ দশমিক ৭ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে। 

অপরদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) উন্নয়নের জন্য ২১ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে বলে ঢাকায় জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রাষ্ট্রদূত ইওয়ামা বলেন, 'এই দুই প্রকল্পের মাধ্যমে বিশ্বমানের মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করা হবে। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) মর্যাদা থেকে উন্নীত হতে এ দুটি প্রকল্প বিশেষভাবে কাজে লাগবে।'

'কারিগরি শিক্ষার সরঞ্জাম উন্নয়ন' প্রকল্পে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বৈদ্যুতিক, ইলেকট্রনিক, মেকানিক্যাল এবং কম্পিউটার প্রশিক্ষণের সরঞ্জাম সরবরাহ করা হবে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago