ভুল বোঝাবুঝির অবসান চায় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্টার ফাইল ছবি

সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আমেরিকা। আমেরিকার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক, এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো। এসব নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আলোচনা হয়েছে।'

তিনি আরও বলেন, 'চীনও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও সম্পর্ক উন্নয়ন করতে চায়।'

রোহিঙ্গা নাগরিকদের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাহায্য করবে এবং যুক্তরাষ্ট্রসহ বড় বড় দেশকে রোহিঙ্গাদের নেওয়ার অনুরোধ জানানোয় অনেকেই ইতিবাচক সাড়া দিয়েছে বলও জানান তিনি।

ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন, যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

40m ago