টেলিটকের কাছে পাওনা ১৬৯৫ কোটি টাকা: মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সংসদে বলেছেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে সরকারের প্রায় এক হাজার ৬৯৪ কোটি ৭৩ লাখ টাকা পাওনা রয়েছে।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম সরওয়ার জাহানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের অধিবেশন শুরুর পর সংসদে প্রশ্নোত্তর পর্ব পেশ করা হয়।

এসময় মোস্তাফা জব্বার বলেন, 'মোট বকেয়ার মধ্যে থ্রিজি স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা, স্পেকট্রাম চার্জের জন্য ২৭ কোটি ১৫ লাখ টাকা, রাজস্ব ভাগ বাবদ ৩৩ কোটি ৭৯ লাখ টাকা এবং এসওএফ (সার্ভিস অর্ডার ফর্ম) এর ৪৮ কোটি ৬৬ লাখ টাকা।'

তিনি আরও বলেন, 'সিটিসেলের কাছে সরকারের ১২৮ কোটি ৬৯৮ লাখ টাকা বকেয়া রয়েছে।'

Comments