টেলিটক ও বিটিসিএলকে বকেয়া ৩ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

টেলিটক, বিটিসিএল, বিটিআরসি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড,

টেলিটক ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বকেয়া প্রায় তিন হাজার কোটি টাকা যত দ্রুত সম্ভব পরিশোধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

টেলিটক বাংলাদেশের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ১ হাজার ৮৪৮ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে আছে -বকেয়া লাইসেন্স ফি, আয় ও স্পেকট্রাম ফি এবং সামাজিক দায়বদ্ধতা ফান্ডের অর্থ।

বিটিসিএলের কাছে বিটিআরসির পাওনা ১ হাজার ১০০ কোটি টাকা, যার মধ্যে আয়ের অংশসহ অন্যান্য ফি আছে।

বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব কমিশনার মুশফিক মান্নান চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিটিসিএল ও টেলিটকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই বকেয়া পরিশোধ করতে বলা হয়।

মুশফিক মান্নান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা সরকারের রাজস্ব এবং তাদের পরিশোধ করতে হবে।'

তিনি আরও বলেন, 'বিটিআরসি এ মাসের শেষের দিকে টেলিটক ও বিটিসিএলের ইনফরমেশন সিস্টেম অডিট পরিচালনার কাজও শুরু করবে।'

'আমরা তাদের সব তথ্য জানাতে বলেছি। তারা তাদের আয়ের তথ্য দিতে রাজি হয়েছে,' যোগ করেন তিনি।

মুশফিক মান্নান চৌধুরী বলেন, 'ইনফরমেশন সিস্টেম অডিট দুটি প্রতিষ্ঠানের ত্রুটিগুলো খুঁজে বের করতে সহায়তা করবে। অডিটের পরে, আমরা এসব ত্রুটি সুযোগে পরিণত করব এবং শেষ পর্যন্ত এগুলোকে লাভজনক করে তুলব।'

বৈঠকে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোসেন এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago