বুড়িমারী স্থলবন্দর: আশ্বাসে কাজে ফিরলেন শ্রমিকরা

দাবি আদায়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিকরা মজুরি প্রদানে 'অনিয়ম ও দুর্নীতির' অভিযোগে এবং ৭ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেছিলেন। তবে দাবি পূরণে আলোচনার আশ্বাস পেয়ে কাজে ফিরেছেন তারা।

আজ শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। থেমে যায় স্থলবন্দরের অন্যান্য কার্যক্রমও। এমন পরিস্থিতিতে আলোচনার আশ্বাসে দুপুর ২টার দিকে অবরোধ উঠিয়ে নেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা জানান, দীর্ঘদিন থেকেই নিয়মিত মজুরি পাচ্ছেন না তারা। এর পাশাপাশি মজুরি না বাড়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছে শ্রমিক পরিবারগুলো। এ অবস্থায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও সমাধান না পেয়ে আন্দোলনের পথ বেছে নেন তারা।

বন্দরের শ্রমিক সাইফুল আলম বলেন, 'পণ্য লোড-আনলোডের ক্ষেত্রে ১ টাকা করে সংগঠনের শ্রমিকদের চিকিৎসা বাবদ রাখা হলেও এ পর্যন্ত কোন শ্রমিক সে সুবিধা পায়নি।'

শ্রমিক আনোয়ার হোসেন বলেন, 'প্রতি ৩ বছর পরপর সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকলেও ২০০৯ সালের পরে আর কোনো নির্বাচন হয়নি। ফলে দীর্ঘ ১৩ বছর ধরে দুর্নীতি করে কোটি টাকার মালিক বনে গেছেন অনেক শ্রমিকনেতা।'

শ্রমিক রফিকুল ইসলামের ভাষ্য, 'কোনো সর্দারের বয়স বেশি হলে বা কেউ মৃত্যুবরণ করলে তাদের সন্তানকেই সর্দার হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা নিয়মের বাইরে।'

তবে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সফর উদ্দিদের দাবি, শ্রমিকনেতারা দুর্নীতি করেন না। তিনি বলেন, 'শ্রমিকদের দাবি অনুয়ায়ী মজুরি বৃদ্ধিসহ প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।'

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

15h ago