ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী আসিফ নিখোঁজ, অভিযোগ পরিবারের

আবু আসিফ আহমেদ
আবু আসিফ আহমেদ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ গত ২ দিন ধরে নিখোঁজ বলে অভিযোগ করেছেন তার পরিবার।

আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিছা রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত শুক্রবার সন্ধ্যার পর থেকে এখনও পর্যন্ত আসিফ নিখোঁজ রয়েছেন।'

আসিফের মোবাইল ফোনে কল যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, 'শুক্রবার সন্ধ্যার পর থেকে তিনি কোথায়, কী অবস্থায় আছেন তা আমরা কেউ জানি না। আমাদের বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করছে। পুলিশের ভয়ে আমি নিজেও গা-ঢাকা দিয়ে আছি। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেন এজেন্ট দিতে না পারি, সেজন্য আমাদের হয়রানি করা হচ্ছে।'

আজকের মধ্যে আসিফের কোনো সন্ধান না পাওয়া গেলে তার পরিবারের পক্ষ থেকে আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানান তার স্ত্রী।

উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করা আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়ার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফ।

স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, 'পুলিশের কোনো সদস্য আবু আসিফ আহমেদকে ধরে নিয়ে গেছেন এমন তথ্য আমাদের কাছে নেই। আবু আসিফ আহমেদের পরিবারের কাউকে পুলিশের লোকজন হয়রানি করছে- এমন কোনো অভিযোগও আমরা পাইনি।'

এর আগে গত বুধবার আবু আসিফ আহমেদের নির্বাচনী প্রচারণার প্রধান মুসা মিয়াকে (৮০) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেদিন রাতে আশুগঞ্জ পূর্ব বাজার বিওসি ঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আগামী ১ ফেব্রুয়ারি এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি থেকে পদত্যাগী আব্দুস সাত্তার ভূঁইয়া এবং বিএনপি নেতা আবু আসিফ আহমেদসহ আরও চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

The Daily Star  | English

Sufferings mount as road blockades paralyse capital

People from all walks of life -- including patients, elderly -- suffer as demonstrations continue in Shyamoli, Mohakhali

35m ago