‘নারায়ণগঞ্জে ভাগ বাটোয়ারায় প্রশাসন ও ওসমান পরিবার মিলে একাকার’

নারায়ণগঞ্জ, আলী আহাম্মদ চুনকা, পাঠাগার, ত্বকী হত্যা, রফিউর রাব্বি,
নারায়ণগঞ্জে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৮ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্জ্বালন কর্মসূচিতে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। ছবি: সংগৃহীত

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, 'নারায়ণগঞ্জের পুলিশ ও প্রশাসন ওসমান পরিবারের মতো দুর্বৃত্তদের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। ওসমান পরিবারের সাথে ভাগ-বাটোয়ারায় নারায়ণগঞ্জের পুলিশ ও প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই নারায়ণগঞ্জের মানুষ জিম্মি হয়ে পড়েছে।'

আজ রোববার সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৮ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্জ্বালন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।

তিনি বলেন, 'ঘাতকরা চিহ্নিত, অভিযোগপত্র তৈরি কিন্তু আদালতে জমা দেওয়া হচ্ছে না। ত্বকীর ঘাতকরা শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।'

ত্বকী, সাগর, রুনি, তনুসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার ইস্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলার প্রসঙ্গ তুলে রফিউর রাব্বি বলেন, 'মেয়র আইভীর ওপর যারা হামলা করল, গুলি করতে চাইল, সেই শামীম ওসমানের পা-চাটা বাহিনী প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করল, সেগুলো সমস্ত দৈনিকে এল। সবাই দেখল কিন্তু নারায়ণগঞ্জের পুলিশ দেখল না, তাদের চোখে পড়ে না। তিন দিন আগে অভিযোগপত্র দিয়ে তাদের নাম বাদ দিয়েছে পুলিশ।'

প্রশাসনের উদ্দেশে তিনি আরও বলেন, 'ওইদিন প্রকাশ্যে গুলি করা শাহ্ নিজামকে (নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক) কমিউনিটি পুলিশের সদস্য বানানো হয়েছে। এই সমস্ত গডফাদাররা আপনাদেরই অংশ। পুলিশে থাকুন আর প্রশাসনে থাকুন আপনাদের জবাব দিতে হবে।'

'গডফাদাররা দেশ ছেড়ে পালাবে, সময় এসেছে। আপনাদের রাস্তা আপনারা ঠিক করুন। জনগণের পক্ষে আসুন। ত্বকীর ঘাতকরা যারা শহরে দাবড়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।'

ক্ষমতাসীনরা বাংলাদেশকে দুর্বৃত্ত, মাফিয়া ও গডফাদারের দেশ বানিয়ে রেখেছে বলেও মন্তব্য করেন রফিউর রাব্বি।

প্রতিমাসের মতো আয়োজিত আলোক প্রজ্জ্বালন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়। জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুম, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, সমমনার সভাপতি দুলালা সাহা প্রমূখ।

Comments

The Daily Star  | English

Price of 12kg LPG cylinder goes up by Tk 4

The hike is attributed to the government's increased Value Added Tax on LPG

30m ago