ঘুষের টাকা ফিরিয়ে দিতে বাধ্য করলেন ইউএনও
বরিশালের আগৈলঝাড়ায় গ্রামপুলিশ সদস্যের প্রথম পাওয়া বেতন থেকে ঘুষ আদায় করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের সার্টিফিকেট সহকারী সিদ্দিকুর রহমান। সেই টাকা ফিরিয়ে দিতে বাধ্য করেছেন ইউএনও সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ১৬ জন গ্রাম পুলিশ সদস্যকে ২৪ হাজার টাকা ফেরত দেন সিদ্দিকুর রহমান।
ভুক্তভোগী গ্রামপুলিশ সদস্যরা জানান, গত ১৩ অক্টোবর উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৬ জন গ্রামপুলিশ সদস্য নিয়োগ পেয়েছেন। দুই মাস ১০ দিনে তারা প্রত্যেকে ৭ হাজার ৫৪৮ টাকা বেতন পেয়েছেন। কিন্তু গত বুধবার বেতন তুলতে গেলে সিদ্দিকুর রহমান প্রত্যেকের কাছ থেকে দেড় হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা ঘুষ আদায় করেন।
বিষয়টি জানতে পেরে ইউএনও সাখাওয়াত হোসেন গ্রামপুলিশ সদস্যদের কাছে ঘুষের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
অভিযুক্ত সিদ্দিকুর রহমান টাকা নেওয়া কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, গ্রামপুলিশ সমিতির সদস্যদের মিষ্টি খাওয়ানোর জন্য তিনি এই টাকা তুলেছিলেন।
এ ব্যাপারে ইউএনও মো. সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রামপুলিশ সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে করে মিষ্টি খাবার প্রশ্নই উঠে না। টাকা ফেরত দেওয়ার কথা নিশ্চিত করে তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
Comments