ফরিদপুরে হোটেলের তালাবদ্ধ কক্ষ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলের তালাবদ্ধ কক্ষ থেকে আ. সালাম খান (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত  ৮টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আবাসিক হোটেল 'পথিকের' তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সালাম খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী গ্রামের বাসিন্দা।

ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপক ওহিদুজ্জামান মাসুদ জানান,গত রোববার সন্ধ্যায় সালাম খান ও মো. আনিচ (৪০) নামের ২ ব্যক্তি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় তাদের আবাসিক হোটেলে আসেন। তারা হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন এবং রাতে সেখানে থাকেন।

পরে সোমবার সারাদিন ওই কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখে হোটেলের কর্মচারীদের সন্দেহ হয়। রাত ৮টার দিকে হোটেলের এক কর্মচারী তালা খুলে সালাম খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে তার সঙ্গে আনিচ নামের যে ব্যক্তি কক্ষটি ভাড়া নিয়েছিলেন তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, 'মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago