মগবাজারের হোটেল রুমে এক পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজারে একটি হোটেলের রুম থেকে এক পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন: লক্ষ্মীপুরের বাসিন্দা মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও তাদের ছেলে আরাফাত হোসেন নাইম। 

আজ রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়ার জন্য তারা মারা যেতে পারেন। তবে সঠিক কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।'

তিনি আরও জানান, চিকিৎসা নিতে গতকাল লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসে পরিবারটি। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে হোটেলে রাত্রি যাপন করেন তারা।

উপকমিশনার মাসুদ বলেন, 'আজ সকালে মনির হোসেন তার স্বজনদের ফোন করে জানান যে, তারা তিনজন অসুস্থ বোধ করছেন ও বমি করছেন। স্বজনরা দ্রুত হোটেলে এসে পুলিশকে খবর দেন।'

পুলিশের প্রাথমিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, স্বপ্না ও নাইম হোটেল রুমেই মারা যান। মনির হোসেনকে পাশের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে আইসিইউতে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago