এশিয়া ফাউন্ডেশন-আইইডি মিডিয়া ফেলোশিপ পেলেন ডেইলি স্টারের সাংবাদিক আব্বাস

ছবি: সংগৃহীত

'দ্য এশিয়া ফাউন্ডেশন-আইইডি মিডিয়া ফেলোশিপ ২০২২' পেয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক মো. আব্বাস।

গুজব ও সুশাসন বিষয়ক প্রতিবেদনের জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। তার প্রতিবেদনের শিরোনাম ছিল 'সাইবার বুলিং বেড়েছে ২০%'।

দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আজ বৃহস্পতিবার রাজধানীর ফোক সেন্টার, আইইডি-তে তার হাতে পুরস্কার তুলে দেয়।

আরও ৫ সাংবাদিক এ পুরস্কারটি পেয়েছেন। তারা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের হাসান ওয়ালী, চ্যানেল ২৪ এর আহম্মদ উল্লাহ সিকদার, ঢাকাপোস্টের মো. আলকামা, দৈনিক যায়যায়দিনের শামীম আহমেদ ও ঢাকা ট্রিবিউনের তানজিনা আমান তানজুম।

বিজয়ীদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন।

Comments

The Daily Star  | English

Al Bakhera killings: Water transport workers call for indefinite strike

Bangladesh Water Transport Workers Federation rejects ‘sole killer’ claim, demands arrest of real culprits, safety of all workers

31m ago