নিয়মের বাইরে রাজনীতি করলে জবাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  

home minister
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়মের বাইয়ের গিয়ে রাজনীতি করলে সব রাজনৈতিক দলকে এর জবাব দিতে হবে।

আজ বুধবার সকালে রাজশাহীতে বাঘা ও তানোর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দেশের আইনশৃংখলা পরিস্থিতি ভালো অবস্থাতেই আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে পালন করে যাচ্ছে। জামাত শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে, সে যেই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেবো এবং নিচ্ছি। যারাই রাজনীতি করবে, তাদের রাজনীতির আদর্শ মেনে চলতে হবে। এর বাইরে কিছু করলে তাদের জবাব দিতে হবে।'

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, 'ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সরকার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। আর সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও এ ধরনের হত্যা সমর্থন করে না।'

সীমান্ত এলাকায় অবাধ বিচরণের বিষয়টি খেয়াল রাখতে বাংলাদেশ সরকারকে ভারত অনুরোধ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, 'সরকার সেদিকেও নজর রাখছে। সীমান্তে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠক হচ্ছে। এছাড়া ২ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে যৌথভাবে কাজ করে যাচ্ছে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা ও আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

8h ago